কলম তুমি সাথেই থাকো
নিত্য দিনের সাথী।
তোমায় দিয়ে কাব্য লিখি
গল্প মালা গাঁথি।
ছেলে মেয়ে স্কুলে যায়
তোমায় সাথে নিয়ে।
লেখা পড়ার সাক্ষী রাখে
কাগজ কলম দিয়ে।
অলস দুপুর ব্যস্ত সবাই
আমি একা থাকি।
কলম হাতে নিয়ে তখন
মনের ছবি আঁকি।
কলম ভুলে সবাই এখন
কিবোর্ড টিপে লিখে
আমি কভু যাইনা কোথাও
খাতা কলম রেখে।
দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।