Take a fresh look at your lifestyle.

কালের খেয়া

1,151

 

কালের যাত্রায় ; সব কিছু ঝরে যায়,
সময়ের অজগর; সব কিছু গিলে খায়,
স্নেহ খায় মায়া খায় ;
স্বপ্ন গড়া সভ্যতা পুড়ে যায়; যুদ্ধের দামামায়।

এ যায় সে যায়; রথী মহারথী যায়
দিন যায় রাত যায়
অনন্ত রথ যাত্রায়;
শনি যায় রবি যায়
স্বৈরতন্ত্রী রাজা যায়; প্রজাতন্ত্রী কবি যায়।
জ্ঞানগৃহে ঘুণপোকা; গুন গুন গান গায়,
যে মাটিতে প্রাণ পায় ; সে মাটি হাড় মাস সব খায়!

কালের অতল গর্ভ; তিলে তিলে,
বিন্দু বিন্দু ভালোবাসা; খায় গিলে।
আজ যায় কাল যায়
রাত্রির তারাগুলো সকালে নিভে যায়,
বসন্তের কচি পাতা; শীত এলে ঝরে যায়
আজকের শিশুটা; কাল সেতো বুড়ো হায়!
জীবনের চরকায়; যৌবন ক্ষয়ে যায়।
সকালের সূর্য; সন্ধ্যায় টুপ করে ডুবে যায়,
বিনা মেঘে নীল আকাশ; ক্ষণে ক্ষণে গজরায়!
জীবনসাঝে মনে হয়
এই বুঝি মহাকাল ডেকে কয় ;
তুই আয়! তুই আয়!

মহাকালের অনন্ত যাত্রায়; কেউ কেউ ঠাঁই পায়,
মনুষ্য জনমের চরমারাধ্য; স্বপ্নীল বোধের নায়!
হেলায় ফেলায়; বেলা অবেলায়
বোধশূন্য একটা জীবন,
অযাচিত; এভাবেই কেটে যায় !
অলিখিত; এভাবেই কাটে হায় !

 

মনিরুল ইসলাম চঞ্চল- কবি ও গবেষক।

Leave A Reply

Your email address will not be published.