উঠে পরে লাগছে নেতা
করবে এবার ভোট,
তুলে অানবে ব্যাংকে জমা
সকল কালো নোট।
নেতার পিছে থেকে নেতা
নিয়েছে অাজ শিক্ষা,
কালো টাকায় কিনে নিবে
করবে ভোটের ভিক্ষা
হাতে ধরবে পায়েও পড়বে
বলবে অনেক কিছু,
নির্বাচিত হওয়ার আশায়
থাকবে সবার পিছু।
নোটের জোরে আপন করে
রাখবে ভোটার পাশে,
বিজয় পেয়ে তুলবে অারো
মনের সেরা অাশে।
কালো টাকায় ভোট ব্যবসা
চলবে এখন চলবে,
সুযোগ পেলে অাচ্ছা মতন
গরীবের মাল দলবে।
বেলাল বকুল- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।