প্রতিদিনই দেখি, শুনি
ফিলিস্তিনের কান্না
কেমন করে করি বল
কোরমা পোলাও রান্না?
প্রতিদিনই ফিলিস্তিনে
দেখি লাশের সারি
কেমন করে সাজাই বল
আমার থাকার বাড়ি?
কেমন করে ঘুরে বেড়াই
চড়ে রঙিন গাড়ি
কেমন করে পরি বল
দামী গয়না শাড়ী?
প্রতিদিনই ফিলিস্তিনে
চলছে বোমা ফাঁসি
কেমন করে সুখে থাকি
কেমনে বল হাসি?
সুমাইয়া জামান – কবি ও সাহিত্যিক।