প্রভাতের কুহেলিকার মতো
এ বুকের দীর্ঘশ্বাস তুমি।
কবিতার উপমা হয়ে
ছুঁয়ে গেলে মন।
রবিকর দুর্দান্ত যখন
যৌবনের দাবীর প্রজ্ঞায়।
ঠিক তখনই আবির্ভাব
প্রজ্বলিত অগ্রহায়নের।
সারারাত নীহারিকার
নির্ঝর প্রপাতের পর,
আমি পেয়েছি তোমায়
মাতাল করা ধানের গন্ধে।
হৃদয় জুড়ে বিবর্ণ মাটির ঘ্রাণে
অনূভুতির নাসারন্ধ্রে।
এইতো একটি ভোর
কুহেলিকার প্রাচীর ভেদ করে
এসেছে ধরণীর বুকে
মুখোমুখি অগ্রহায়নের।
আমি অপেক্ষা করবো
তোমার শেষ পযর্ন্ত,
একটি শিশির বিন্দু হয়ে
ঘাসের বুকে সন্ধ্যা তারায়।
ধানের পাজায় মন মাতিয়ে
শীষে শীষে জড়িয়ে মৌ
সুখের মায়ায় সোনাবৌ।
মাঠ মেতেছে সোনা রঙ্গে
মন মেতেছে অগ্রায়ন অঙ্গে।
সোনালী ধান মাথায় নিয়ে
আসবে আমার পরাণ প্রিয়ে।
পারভীন আকতার পারু – কবি,সাহিত্যিক ও সংগঠক।