Take a fresh look at your lifestyle.

কোকিল কণ্ঠী

384

বিশ্বাস করতে চাইছে না মন
তুমি ছেড়ে চলে গেলে|
মনটা ফুঁপিয়ে কেঁদে ওঠে.
আঁখি সিক্ত অশ্রু জলে|

যে গান খুশিতে ভরিয়ে দিতে
সে গান বাতাসে বেদনা আনে|
কন্ঠ যেন কাঁপে বারেবার,
বুকের ব্যথা আঘাত হানে|

কি বাঁধন ছিলো আমাদের মাঝে
ছিলেনা স্বজন তবু প্রিয়জন|
তোমার বিদায়ের খবর শুনে
তাই তো আজ বিচলিত মন|

সুর সম্রাজ্ঞী, কোকিল কন্ঠী,
নক্ষত্র তুমি, নয়নের মনি|
মা সরস্বতীর প্রিয় সন্তান ,
তুমি আমাদের বীণাপাণি|

না ফেরার দেশে চলে গেছো
তবু অপেক্ষা রইল সবার|
নতুন কোনো রূপে তুমি এসো
মাতবে গানে ভুবন আবার|

 

টুম্পা পাল- কবি ও সাহিত্যিক ওপার বাংলা। 

Leave A Reply

Your email address will not be published.