থই থই আলো নদী, এই সোনা ঝরা দিন
ওগো, কোথা পাবে বলো তুমি
জীবন রঙীন।
উদাস নগ্ন বেলা
অরূপ পত্র মেলা
সবুজ ধানের শীষ হরষে বাজায় বীণ।
দুরন্ত হেমন্ত হাতছানি দিয়ে ডাকে
তিতাস কিনারে উড়ে বালিহাঁস ঝাঁকে ঝাঁকে।
উচ্ছল প্রেম নদী
বয়ে চলে নিরবধি
ওগো, কোথা পাবে বলো তুমি এমন জমিন !
কাজী আনারকলি- কবি ও সাহিত্যিক।