Take a fresh look at your lifestyle.

ক্ষুধার চাবুক

1,184

 

চাহনী তোমার রোজ কিয়ামত
মরণ দেখেছি দাহে ।
অবহেলা বুকে আগুন দেখেছি
ক্ষুধার চাবুক দেহে ।

ভালোবাসি তারে অপরূপা বলি
বুঝিতে পারিনি ক্ষতি ।
আমাকে দিয়েছে অনেক যাতনা
করুণা নিয়েছে অতি ।

বাঁধিতে এ ঘর কখনো বুঝিনি
সুবিনয় কলা আঁখি ।
মরিতে চাহিনা বলেছি যখন
ধকল শরীরে মাখি।

দিনমান বাটে বেচারি বেচারা
হাতের আধারে চুঁহা ।
ঝুড়িতে রেখেছে রথের কুড়ানো
ক্ষুধার চাবুক প্রহা ।

অপরূপা তুমি ধরনীকে বলি
সহসা এসেছি কালে ।
তুমি প্রচলিত কালের ভীষণ
বিধির লিখন হালে ।

 

ফয়জুর রহমান- কবি

 

Leave A Reply

Your email address will not be published.