চারিদিকে ভোটের খবর
লক্ষ-কোটি নোটের খবর
যুক্ত এবং জোটের খবর
হামলা মামলা কোর্টের খবর
মনোনয়ন পাওয়ার খবর
দলবদলের হাওয়ার খবর
শত্রুদলে ভেড়ার খবর
নিজের কাপড় ছেঁড়ার খবর
আন্দোলনে নামার খবর
মধ্যপথে থামার খবর
আম-জনতার মুক্তিখবর
দেশটা বেচার চুক্তিখবর
খবর এখন নিত্যনতুন দেখি
কিছু খবর দিনবদলের
অনেক খবর মেকি!
ডঃ মাহফুজুর রহমান আখন্দ – কবি,সাহিত্যিক ও গবেষক।