সবাই বলে- খেলা হবে
আমি বলি- হোক না,
আমি তো ভাই খুব সহজে
হেরে যাবার লোক না।
ডাঙ্গুলি ও গোল্লাছুটের
দৌড়ে ছিলাম পটু যে,
হেড মাস্টার মারতো খালি
বলতো কথা কটু যে।
সাপলুডু ও ক্যারম বোর্ডে
চালছি বহু গুঁটি রে,
দাবা খেলায় রাজা বাবুর
টানছি ধরে ঝুঁটি রে।
খেলছি বহু মোরগ লড়াই
খেলছি লাঠি খেলা হে,
কোন্ সাহসে ধরিস বাজি?
করিস অবহেলা হে।
মারছি বহুত চার-ছক্কা
পদক নিছি সাঁতারে,
হা-ডু-ডু ও ফুটবলেতে
আছি প্রথম কাতারে।
ওরে পাঁজী লাগবি বাজি?
বুকের পাটা শান দে,
একলা খেলিস লীলাখেলা
ফাইনালেতে জান দে
রফিকুল্লাহ কালবী – কবি ও লেখক