Take a fresh look at your lifestyle.

খোকা ও আকাশ

685

 

যেই তাকিয়েছি বিশাল ঐ আকাশটাতে
বলল আমায় হাতছানিতে উদার হতে।
মেঘ গুলো ও উড়ে উড়ে বললো আরো
আকাশের কথাটা ভাই মানতে পারো ।
সূর্যটাও বলল ডেকে রাতের শেষে
পূর্ণিমার চাঁদটা যেনো হেসে হেসে ।
এসো আমরা সবাই থাকি মিলেমিশে
আকাশ বুকে হাসি মহান প্রভুর নির্দেশে।
বৃষ্টি আলোকচ্ছটা আর রহমত হয়ে
পৃথিবীর জন্যই রই সঞ্জীবনী হয়ে ।

 

সরদার মুক্তার আলী- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.