Take a fresh look at your lifestyle.

গন্তব্য

281

 

হিম শীতল কুয়াশার আস্তরনে
ছেয়ে আছে চারিধার
সেদিন হঠাৎ আকাশের ঝাঁপি থেকে একমুঠো রোদ চুরি করলাম,
সেই মিষ্টি রোদ টুকুই চোখের তারায় এঁকে নিয়ে বেরুলাম পথে,
চারদিকে শুনশান নীরবতা
কেউ ই জাগেনি এখনো
একটু পরেই
পাখিরা কিচিরমিচির শব্দে জাগিয়ে তুলবে প্রকৃতি।

আর আমি কুয়াশার পালক ছুঁয়ে অনুভবের স্পর্শ নিলাম।
আমার একান্ত জমানো অনুভবগুলো ছড়িয়ে দিলাম সেই আকাশে,
কী এক অসাধারণ অনুভবের পশরা সাজিয়ে এগুতে লাগলাম
কোথায় যাচ্ছি…….
গন্তব্য কোথায় তা কি জানি!!

 

তাওয়াব নূর – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.