Take a fresh look at your lifestyle.

গোধুলির রঙ

729

পৃথিবী হোক সকল স্বপ্নবাজ মানুষের।

পৃথিবী হোক সু-সৃষ্টির, সু-সৃজনের।

আমরা সকলে হিংসা বিদ্বেষ তাড়িয়ে, 

একাত্ম হই শুদ্ধ দিল ভালোবাসায়।

সাফল্যের সৌধশিখরে পদার্পণ করি, 

চলুন স্বপ্নবাজ সকলে একসাথে এক হয়ে।

   

   নাজনীন নাহার – কবি ও সাহিত্যিক।             

Leave A Reply

Your email address will not be published.