Take a fresh look at your lifestyle.

চিন্তা ভাবনা

372

 

চিন্তা ভাবনা সবাই করে সকল মানুষ নামের প্রাণী,
সেটা শুভ ভাবনা হলেই পরে থাকে নাকো গ্লানি।
মানুষই ভাবনা ভাবে নানান রকম করতে ফলপ্রসূ ,
ভাবে না সৎ পথের ভাবনা কিছু পাগল আর শিশু।

বহু চিন্তা ভাবনায় মশগুল হয় কাজের মানুষজন,
চিন্তা সৎ বা অসৎ কাজের তা-দেখে বোঝে বিচক্ষন।
নানান ভাবনা নিয়ে বাঁচে মানুষ জীবন গড়ার লক্ষে,
চিন্তা ভাবনা সঠিক হলেই সুন্দর জীবন তাঁর পক্ষে।

সমাজের চোরেও চিন্তা করে,কেমনে করবো চুরি ?
তাদের চিন্তা অসৎ হলেও,তারা দেখায় সিনাজোরি।
সৎ মানুষের চিন্তা ভাবনায় থেকে থাকে উন্নয়নের ধার,
তাই তো সৎ মানুষের চিন্তা ভাবনায় হয় যে বেড়া পার।

চিন্তা ভাবনায় মশগুল হয় যারা মৃত্যুর ব্যাপার নিয়ে,
তাঁরাই সৎ পথে চলতে থাকে সর্বদা জানপ্রাণ দিয়ে।
তাই চিন্তা ভাবনা সকলেরই হোক পবিত্র ও সুন্দর,
গড়তে মানুষ গড়তে সমাজ গড়তে সকলের অন্তর।

সৈয়দ মুহাম্মদ ইসমাইল _ কবি ও লেখক

Leave A Reply

Your email address will not be published.