Take a fresh look at your lifestyle.

চেনা পথ

1,101

 

এই সেই চেনা পথ–
আহা কি সুন্দর শোভা জিগরেতে তার
রেখেছে ধরে সযতনে
বুটিদার বেনারসির মতো।

প্রিয়তমার পদাঙ্ক যেনো জ্বলজ্বলে ধ্রুবতারা
হৃদয়ের বিষণ্ণ আকাশে
মিটিমিটি জ্বলে।

অথবা
বিজ্ঞ পটুয়ার নিপুণ তুলির আঁচড়ে আঁকা
অবিনশ্বর জলছবি —
হে চেনা পথ, তোমার বুকে।

ওগো ফসলের মাঠ—
সুদূর অতীতে হয়তো একদিন
তোমার সীমন্ত বেয়ে হেঁটে চলে গিয়েছিল
প্রিয়তমা কারও
সিক্ত আঁখি ভাঙা মনে।

সেদিনের ফিরে চলে যাওয়া আর
কোন্ অজানা মায়ায় পেছন ফিরে চাওয়া
এইখানে দাঁড়ালেই সব মনেপড়ে
এই বৃদ্ধ অশ্বত্থতলে।

 

আবু সাইফা- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.