Take a fresh look at your lifestyle.

চেয়েছি শুধু একটি বিকেল

511

 

চাইনি তো ঐ সুউচ্চ পর্বতের চূড়া থেকে কিছু নুড়ি এনে আমায় দেবার জন্য,
মহাসমুদ্রের গভীরতা থেকে এক ভাড়া জল পেতে চাইনি,
বিশাল আকাশের থেকে এক টুকরো নীল চাইনি,
চাইনি বিস্তৃর্ণ সবুজ মাঠে হাত ধরে হাঁটতে,

চাইনি তো ভোরের হিমেল বাতাসে তোমার আলিঙ্গনে একটু উষ্ণতা পেতে,
দুপুরের প্রখর রৌদ্রে মাথার উপর ছাতা হাতে ছায়া চাইনি,
ক্ষুধার্ত হয়ে একমুঠো অন্ন চাইনি,
তৃষ্ণায় ওষ্ঠ -উদর শুকিয়ে গেলে পরিতৃপ্ত হতে ,
চাইনি একটু স্বচ্ছ পানি মহাসমুদ্রের গভীর থেকে,

চেয়েছি শুধু একটা বিকেল ,যখন সূর্য্য নিজেকে
বিসর্জন দেয় মহা জলরাশি কিংবা দুর দিগন্তে যেখানে আসমান আর জমিন এক হয়ে মিশে গেছে,
গোলধুলীর অপূর্ব সৌন্দর্যের প্রতিচ্ছবি তোমাকে করবে অপরুপা,
খুব কাছ থেকে দেখবো তোমায় অপলক দৃষ্টিতে হারিয়ে যাব তোমার রুপের,মোহে,
তুমি ই, শুধু তুমি ই হবে ঐ বিকালের সর্বশ্রেষ্ট রূপসী রমনী।
যার রুপশ্রিতে অবগাহন করব আমি ,
মনে মনে শুধু বলব হয়েছি আমি মুগ্ধ তোমাকে হেরিয়া, সর্ব কালের শ্রেষ্ট তুমি ধন্য তুমি নারী।

 

নাকিবা মৌরী – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.