ছন্দ রাজ্যের রাজা তুমি
কেমন করে হলে?
রিক্ত শহরে ছন্দ বাজার
কেমন করে পেলে?
তুমি হলে ছন্দ রাজা
আমি সামান্য প্রজা,
তোমার রাজ্যে এসেছি আমি
দিবেকি ছন্দ?
নাকি দিবে সাজা!
উড়ি ঘুরি ছুটি ফিরি
চাতক পাখির মতো,
ছন্দ পিপাসায় মরি আমি
দাও না ছন্দ কতক।
লিখতে লিখতে কলম থামে
ছন্দ হারাই ঘোরে,
ছন্দপতন ঘটাই আমি
মাঝ পথেরি মোড়ে।
ছন্দ রাজ্যের রাজা তুমি
দাওনা ছন্দ কিছু,
ছন্দ নিতে প্রজা আমি
ঘুরছি তোমার পিছু।
তানজিলা ইসলাম আলো- কবি ও ছড়াকার।