আমি একটি কালো মেয়ে,
আমাকে কেউ এত ভালোবাসবে
নিইনি তা আমলে।
সময় যখন শেষের দিকে,
আমার জন্য সে হাত কাটে।
রক্ত ঝরানো পিক তুলে
ছাড়ে সে ফেসবুকে।
বলে সে হাত কেটেছি
তোমার জন্য প্রিয়সি।
শুনে আমি অবাক হয়,
দুঃখ এখন রাখবো কই?
সারাজীবন খবর নাই
রক্ত ঝরানো পিক চাই।
দেখে আমার মনে হলো
গুঁড়ি আলতার রং প্রায়।
শাপলা মিরা- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।