কবিতারা আর রাত জাগে না,
দুঃখ জমিয়ে বুকে!
শব্দরা আর কাঁপে না,
তোমার শোকে!
গভীর রাতের আধার খুঁড়ে,
স্মৃতির কবর গড়ে!
রেখে দেয় কেউ তোমায় সযত্নে!
আকাশের মাঝে গা এলিয়ে,
ক্লান্তিখানি ভুলে ডাকে না কেউ পরম আদরে!
সে থাকে জ্বলন্ত অগ্নিপিন্ডে!
স্মৃতিরা সব মূর্ছা যাবে,
আমার গভীর ঘুমে!
ঘুম তুই আয়,
চোখ জুড়ে যায়,
স্মৃতির কথনে!
উষ্ণ জলের পরশ পেতে,
এসো দগ্ধ শহরে!
রোজ তিথিতে,
শূণ্যে দাড়িয়ে!
জড়িয়ে নিব,
প্রশস্ত বাহুডোরে!
থাকবে কি তুমি,
ঘুমজড়ো হয়ে?
আমার চোখের কোণে!!
জান্নাতুল মিতু- কবি।