Take a fresh look at your lifestyle.

ছোট্ট সোনা

985

ছোট্ট ছেলে রোহান সোনা,,
বায়না গুলো যায়না গোনা।
সব কিছুতেই করে শুধু জেদ,,
বায়নাগুলা মেটাতে পেতে হয় বেগ।
কথাগুলো তার স্পষ্ট নয়,,,
ছয় বললে বলে তয়,,
তবুও তার হয়না কথার শেষ।
সারাটাদিন তার দুষ্টুমিতে,,
সবাইকে সে মাতিয়ে রাখে,,,
তাকে কেও বকতে গেলে,,
লুকিয়ে যায় দরজা ফাঁকে।
দেখতে যেন চাঁদ মুখ,,,
তার হাসিতেই মিলে সুখ।
মায়ের সকল স্বপ্ন আশা,,
করবে পূরণ ভবিষ্যতে।
রোহান সোনা ছোট্ট খুব,,,
কখনোই সে হয়না চুপ,,
সারাটা দিন ঘুরে ফিরে
মায়ের পিছে পিছে।
বড় হয়ে সে মানুষ হবে,,
এই দুয়া টাই করি সবে
বাচিঁয়ে রাখুন সৃষ্টিকর্তা,,,
একশো বছর জুড়ে।।

আনভি- কবি ও ফটোগ্রাফার 

Leave A Reply

Your email address will not be published.