জন্মদিনে টাইম লাইনে
উইশ করেছো মোরে
ভালবাসা শুভ কামনা
রইল সবার তরে।
এত মনে যায়গা ছিল
অন্তরে অন্তরে
বেলা গেল হেলায় হেলায়
দেখিনাই খেয়াল করে।
জন্মদিনটা মনে রেখে
ফোন করেছো যারা
সেই প্রীতির আনন্দে আমি
খুশীতে আত্মহারা।
অন্তর বাজলে যন্তর বাজে
দাদীর কথায় বলি
শুভাকাঙ্ক্ষী এসো সবাই
এক সাথে চলি।
আমার বলে ছিল যারা
দিয়েছো সবাই সারা
অনেক ভাল থেকো সবাই
দীর্ঘজীবী হও তারা।
হোসনে আরা মেঘনা- কবি।