Take a fresh look at your lifestyle.

জবাব

561

 

আত্মা মরে গেলে দৃষ্টি অন্ধ হলে
সত্য-মিথ্যার বিশ্লেষণ টা বন্ধ হলে
জীবন নদীতে অজস্র শ্যাওলা জমে
আত্মার বহতা ক্রমশ যাবে থেমে।
নৈরাজ্য ও বিশৃঙ্খলা এসে এসে
ইবলিশের অপ্রীতিকর জয়জয়কার শেষে
হাতছানি দেবে যে নির্মম কেয়ামত দিন
বেহুদা ! কি জবাব দিবে বলো সেই দিন !
নিজেরাও তো জীবনে থাকলে না ভালো
অন্যের জীবনে ও অনিষ্টের আগুন জ্বালো।
হে নির্বোধ মূর্খ! হাশরের শেষ বিচারে
তুমিতো দেখবে রক্ষা করে কে কারে।
নিশ্চয় সূক্ষ্মভাবে জিজ্ঞাসিত হবে
জীবনে কি কাজ সম্পাদন করেছো ভবে!

 

সরদার মুক্তার আলী – কবি, সাহিত্যিক ও মডারেটর চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.