এখন তুমি কোথায় আছ?
কেমন আছ জানতে ইচ্ছে করে।
আগের মতো তেমনি আছ?
তেমনি হাসো তেমনি কাঁদ?
জানতে ইচ্ছে করে।
ইচ্ছে হলে মাঠ পেরিয়ে;
তেপান্তরে যাও হারিয়ে?
কল্পনার ঐ ঘোড়ায় চড়ে
আউল বাউল ছুটে বেড়াও?
জানতে ইচ্ছে করে।
তোমার সুখে পাগল পারা
হয়কি কেউ আমার মতো?
তোমার হাতে হাতটি রেখে
মুখখানিতে নির্নিমেষে চায় তাকিয়ে
আমার মতো? জানতে ইচ্ছে করে।
ভালবেসে কেউ তোমায়,
অধিক সুখে সংগোপনে কান্না করে
আমার মতো? জানতে ইচ্ছে করে।
একা যখন উদাস হয়ে
তাকাও তুমি ঐ সুদূরে
কানের কাছে ফিসফিসিয়ে
কেউ তখন বলে তোমায়?
ভালোবাসি ভালোবাসি
অবিরত,আমার মতো?
জানতে ইচ্ছে করে,
জানতে ইচ্ছে করে।
শামীমা নাসরিন- কবি ও সাহিত্যিক