জানিস তোরা কোন্ কাজে পাই সবচে বেশি সুখ?
– কুরআন তেলাওয়াতে আমার ভরে ওঠে বুক।
জানিস কি ভাই কোন্ বা কাজে সবচে শান্তি মিলে?
– গভীর রাতে পড়লে নামাজ স্বর্গ নামে দিলে।
জানিস তোরা কোন্ কাজেতে সবচে মজা পাই?
– যখন কেবল সর্বহারার বিজয় গাঁথা গাই।
জানিস কি তুই মনের মাঝে কখন জাগে আশা?
– সবার মাঝে বিলাই যখন গভীর ভালোবাসা।
জানিস না কি সবচে বেশি দুঃখ কখন লাগে?
– যখন সবাই স্বার্থ টানে কেবল নিজের ভাগে।
জানিস কি রে হৃদয় কখন ভেঙে হয় চৌচির?
– সবাই যখন বুকে হানিস বিষমাখা ঐ তীর।
জানতে কি চাস সবচে কিসে খারাপ থাকে মন?
– থাক সে কথা, বলবো না রে জানুক আপনজন।
রফিকুল্লাহ কালবী- কবি,লেখক,সাহিত্যিক ও সংগঠক
Copyright protected by the writer.