ঘুনে ধরা অপরিপক্ক পরিকল্পনা বিহীন মন,
আজ কাচের মতো ভেঙে চুরমার, করিনি যতন,
রেখেছিলম জৈষ্ঠ্যের খৌররদ্রে,ছিল অবহেলা,
আজ শিহরিত, কঠিন অনুশোচনা, এই অবেলা,
পৌষের শীতের সকালে,পড়েছে হাজারো কুয়াসা,
মনটাজে আজ বিকট অদ্ভুত, সবি যেন ধোঁয়াসা,
কি ভালো, কি মন্দ,কোন কাজে আনন্দ,
হিসেব মিলাইনি কভু, দেখিনি ভালোমন্দ,
কোনটা চিতার আগুন,কোনটা সন্ধ্যা আরতিরবাতি,
বুঝিনি কখনো,সমান হয়না কভু দিন রাত্রি,
দিন শেষে মনের ঘরে আজ মিলাতে পারিনি হিসেবে
বিষাদে রূপান্তরিত আজ, অনুতপ্ত অবশেষে,
জীবনের হিসাব……!
শরিফা খাতুন – কবি।