মাঝি তুমি রঙিন নৌকার
মন ভরা এক মাঝি ।
জীবন নৌকা চলছে দুলে
দুষ্ট মাঝি তো পাঁজি ।
শক্ত হাতে ধরো বৈঠা
জীবন নামের তরী।
ভালো কাজের পূর্ণ দিয়ে
নৌকাটুকু যেন ভরি ।
জীবন মাঝি যে ছুটে চলে
দিক বেদিক না মেনে,
তাই জীবন পাপের পথে
শুধু চলে সব জেনে ।
মাঝি তোমার শেষ খেলা যে
হবে কবরের দেশে ,
গরম জলে গোসল করে
যাবে যে নতুন বেশে ।
অন্ধ মাঝি বুঝলে না যে
ছুটলে পাপের পথে ।
পাপ তোমাকে নিয়ে যাবে যে
চড়িয়ে বিধায় রথে ।
নিজের ভালো বুঝলে না তো
জানো না ভালো মন্দ ,
জীবন জুড়ে ছড়িয়ে আছে
পাপ কাজের গন্ধ ।
জীবন তরী ভুলের দিকে
চলে জীবন ধ্বংস ,
এক পাপেতে টেনে নিবে যে
অন্ধকারে বংশ ।
হালিমা সুলতানা – কবি ও সাহিত্যিক।