Take a fresh look at your lifestyle.

জীবন মানে

859

 

জীবন মা‌নে অন‌ন্তের প‌থে
লক্ষ্য বিহীন ছু‌টে চলা,
জীবন মা‌নে সীমার মা‌ঝে
অসী‌মের কথা বলা।

জীবন মা‌নে আজন্ম লা‌লিত
আশা-নিরাশায় দোল খাওয়া
জীবন মা‌নে তাল-লয়-ছন্দ্বহীন
বেসু‌রো সব গান গাওয়া।

জীবন মা‌নে স্মৃ‌তির অতল থে‌কে
সোনালি অ‌তিত খুঁজে নেয়া
জীবন মা‌নে সু‌খের ভেলায় চে‌পে
দুঃখের সাগর পা‌ড়ি ‌দেয়া।

জীবন মা‌নে ফুরফু‌রে হাওয়ায়
ভে‌সে যাওয়া এক রঙিন ফানুস,
জীবন মা‌নে স্বা‌র্থের দোলাচা‌লে
নিত্য দো‌লে অসহায় মানুষ।

জীবন মা‌নে স্ব‌প্নের জাল বু‌নে
দিবা‌নি‌শি নি‌জে‌কে ব্যস্ত রাখা,
জীবন মা‌নে না প‌াওয়ার জ্বালা নি‌য়ে
মৃত্যুর প্র‌তীক্ষায় বেঁ‌চে থাকা।

জীবন মা‌নে ক্লা‌ন্তিহীন পথচলা
ধূসর বাগা‌নে সবু‌জের কথকতা,
জীবন মা‌নে সুক‌ঠিন বাস্তবতায়
নিত্য সংগ্রাম ক‌রে বেঁ‌চে থাকা।

জীবন মা‌নে ‌প্রিয়ার নি‌বিড় সা‌ন্নি‌ধ্যে
নিঝুম রা‌তে চলা গোপন অ‌ভিসার,
জীবন মা‌নে সাপ-লুডু খেলা, যেথায়
একবার জি‌তে তিনবার হয় হার।

জীবন মানে আকাশকুসুম কল্পনা
বাজা‌রের লম্বা লিস্ট, জীর্ণ মানিব্যাগ
জীবন মা‌নে ‌গিন্নীর কাঁচা‌মিঠা কথা
মান-অ‌ভিমান, অ‌ভি‌যোগ-অনুরাগ।

জীবন মা‌নে বর্ষায় ভরা নদী
সবুজ পাহাড়, চাঁ‌দের জ্যোৎস্না,
জীবন মা‌নে আষাঢ় শ্রাবণ দি‌নে
জানালায় ব‌সে বৃ‌ষ্টির গান শোনা।

জীবন মা‌নে প্রস্ফু‌টিত লাল গোলাপ
সাগ‌রের গর্জন, ঝরনার ঐকতান,
জীবন মা‌নে সুমধুর ক‌ন্ঠে গাওয়া
ছন্দ্ববদ্ধ এক ঘুমপাড়ানী গান।

জীবন মা‌নে অঙ্কুরিত শষ্যদানা
মাঠভরা সবু‌জের সমা‌রোহ,
জীবন মা‌নে স‌ত্যের সা‌থে বসবাস
জলাঞ্জলী দেয়া সব স্বার্থের মোহ।

জীবন মা‌নে ‌শিল্পীর নিপুণ হা‌তে
নানা ব‌র্ণের বি‌চিত্র সব ছ‌বি অাঁকা,
জীবন মা‌নে অসম প্র‌তি‌যো‌গিতা
চলার পথটা তবু যেন বাঁকা।

জীবন মানে ক্লা‌ন্তি‌তে ডু‌বে যাওয়া
দ্রুতগ‌তির এক ন‌ভোযান,
জীবন মা‌নে ‌সংজ্ঞ‌া‌বিহীন
জমকা‌লো এক অ‌ভিধান।

জীবন মা‌নে সংসা‌রের ঘা‌নি টানা
বৈ‌চিত্রহীন এক কলুর বলদ,
জীবন মা‌নে সব‌কিছু ঠিকঠাক চ‌লে
তবুও থে‌কে যায় গোড়ায় গলদ।

জীবন মা‌নে স্বাধীন চিন্তা চেতনায়
পরাধীনতার শৃঙ্খ‌লে বাঁধা প‌ড়ে থাকা,
জীবন মা‌নে প্র‌তিক্ষায় প্রহর গোনা
আর সব কিছু ম‌নে হয় যেন ফাঁকা।

মোঃ আলী  আশরাফ খান – কবি সাহিত্যিক ও মহা- ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত)  বিসিক । 

Leave A Reply

Your email address will not be published.