Take a fresh look at your lifestyle.

টাকা পয়সা

474

 

 

যদি বাজারে টাকা দিয়েই যাইতো কেনা,

জীবনের প্রয়োজনে মান ও সম্মান। 

তবে শুধু টাকার পেছনেই দিবা ও রাত্রি,

হন্য হয়েই ঘুরে থাকতাম পেরেশান। 

পৃথিবীতে টাকা দিয়ে বহু যায় যে কেনা,

গাড়ি বাড়ি সাজ সরঞ্জাম ও আসবাব। 

মান-সম্মান সুস্থতা নিদ্রা ও দৈর্ঘ্য জীবন,  

টাকা দিয়ে কেনার দেখছো কেন খাব ? 

পৃথিবীতে টাকার প্রয়োজন আছে সবার, 

সেটা জীবনে বাঁচার জন্য লাগে যতো।

প্রয়োজনের মাত্রাধিক টাকা হলেই পরে, 

অহংকার নেমে এসে করে জীবন ক্ষত।

পৃথিবীতে টাকার জন্য অনেকে বন্ধু বনে।

আবার টাকার জন্য হয়ে যায় দুশমন। 

মানুষের টাকা দেখে অনেকে আত্মীয় হয়,

টাকা দূরে ঠেলে দেয় নিজ আপনজন।

তাই টাকার জন্য কেউ কখনো পাগল হয়ে,

না করি নিজেদের জীবনের সর্বনাশ। 

জীবনে টাকার থেকেও সম্মানটা বহু দামী, 

সততার পথেই থাকে আসার অবকাশ।

 

সৈয়দ মোহাম্মদ ইসমাঈল – কবি।

Leave A Reply

Your email address will not be published.