তুমিময় একটা সকাল চাই
যেখানে শূন্যতা পাবে না ঠাঁই।
ভোরের মৃদু আলোয় ফুটবে হাসি,
বলবে হেসে, তোমায় বড্ড ভালোবাসি।
তুমিময় একটা দুপুর চাই
যেখানে ছায়ারা পাবে না ঠাঁই।
হতাশা মিলবে না ছুঁতে গেলে,
তুমি থাকবে আমার সাথে হেলে।
তুমিময় একটা গোধূলি সন্ধ্যা চাই
যেখানে অপূর্ণতা পাবে না ঠাঁই।
অপ্রাপ্তির দুয়ার চিরবন্ধ হয়ে,
পূর্ণতা আর প্রাপ্তি যাবে রয়ে।
তুমিময় একটা রাত চাই
যেখানে শ্বাসরুদ্ধ অনুভূতি পাবে না ঠাঁই।
তোমাতেই খুঁজবো সকল অনুভূতি,
নিস্তব্ধতা,নির্জনতা ঘুচাবো ব্যথাতুর নিয়তি।
তুমিময় হয়ে উঠুক আমার
সকাল, সন্ধ্যা,সাঁঝ
আগলে রেখো খুব যতনে
তোমার বুকের মাঝ।
তানজিলা ইসলাম আলো- কবি ও সংগঠক।