তুমি এসো
আমি তো দক্ষিণের জানালা খুলে বসেই থাকি।
আমার নীল শাড়ির আঁচলটা জানালায় বিছিয়ে দিয়ে
তোমার আসার অপেক্ষায় থাকি।
আমার স্বপ্ন গুলো ছুঁতে পারেনা
জানি এখন তোমায় আর,
আমার কষ্ট গুলো ও পারেনা
তোমায় স্পর্শ করতে,
তারপরও আমি তোমার অপেক্ষায় থাকি,
তুমি এসো একবার।
তোমার কথা ভেবেই কাটে আমার দিন – রাত্রি,
তোমার অপেক্ষায় থেকে থেকে,
তারাদের সাথে করি মিতালী।
কিন্তু তুমি এলে না আর,
তোমাকে আমি আর কোথাও খুঁজে পাইনি,
তোমাকে আর কোথাও খুঁজে পাই না আমি।।
মোহছেনা সুমি – কবি ও সাহিত্যিক।