তুমি বলেছিলে তুমি আমায় ভীষণ ভালোবাসো ,
আমিও বলেছিলাম তবে দাবী নিয়ে চলে এসো ৷
তুমি বলেছিলে ইদানিং রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছি তুমি আর দূরে থাকতে চাইছো না ৷
তুমি বলেছিলে আকাশটা নীল না হয়ে মেঘ জমেছে
আমি বুঝেছি তোমার মনে ভালোবাসা দানা বেধেঁছে ৷
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি ছাদে থাকবে
আমি বুঝেছি ছাদে গেলে আমায় তুমি জড়িয়ে ধরবে ৷
তুমি বলেছিলে কোন কিছুতেই তোমার মন বসছে না ,
আমি বুঝেছি উষ্ণতার ছোঁয়া ছাড়া থাকতে পারছো না
তুমি বলেছিলে,রাতের নির্জনতায় তোমার ভয় লাগে
আমি বুঝেছি আমাকে কাছে পেতে ইচ্ছে জাগে ৷
তুমি বলেছিলে তুমি সমুদ্র সৈকতে বেড়াতে যাবে ;
আমি বুঝেছি তুমি বালুকণায় হাত ধরে হাঁটতে চাইবে !
তুমি বলেছিলে গোধূলিতে তুমি সৈকতে সুর্যাস্ত দেখবে
আমি বুঝেছি সাথে থাকলে তোমার ভালো লাগবে ৷
তুমি বলেছিলে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো
আমি বুঝেছি তুমি নিত্য আমার ছবি মনে আঁকো ৷
তুমি বলেছিলে তোমার ঠোঁট ফেটে কষ্ট পাচ্ছো
আমি বুঝেছি তুমি সেখানে উষ্ণতা পেতে চাচ্ছো ৷
তুমি বলেছিলে তোমার প্রিয় গোলাপ বেলী বকুল
আমি বুঝেছি তুমি সোহাগী চুমু পেতে ব্যাকুল ৷
তুমি বলেছিলে তুমি প্রেমপত্র পড়তে ভালোবাসো
আমি বলেছি তবে প্রেমের কবিতাগুলো পড়ে এসো ৷
এভাবেই নিত্য পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না হয়ে
তুমি আমায় জড়িয়ে রেখো আবেশে মনের আকাশে।
মৃদু উষ্ণতায় মধুর ক্ষনে
দু’জন পাশাপাশি থাকবো গা ঘেঁষে।
সময়ের দাবীর মায়াবী রাতে
বিলীন হবো মোরা একে অপরেতে ৷
তুমি হবে আমার “আমি টা”
আমি হবো তোমার “তুমি টা ” ।
মোঃ মারজুলুল বারী খসরু_কবি,লেখক