তুমি ছাড়া মন মোর শান্ত দীঘির জল
যৌবনেতে অনেক দোলা তবুও নিশ্চল
মনেতে মরম লাগে আঁখি ছল ছল
তুমি ছাড়া কহিব কাহারে প্রীয় তুমি বল।
থাকি বসে একাকী জানালাতে মুখ রাখি
আকাশের কতনা রঙ দেখি সকাল থেকে রাত্রি
কখনো সে হাসে লাল টুকটুকে বধূ সাজি
কখনো সে কাঁদে ফিকা হয়ে , হয়তো স্বজন হারিয়েছে আমি মনে ভাবী।
বিষাদের সুরে বাঁশি বাজায় কোন সে পাড়ার ছেলে
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি শুনি কান পেতে
গানে তার কত কথা কতনা ব্যাথায় মন পোড়ে
হয়তো পারেনি বলিতে কারকে সবই তাই উজার করে কাঁঠাল চাঁপার তলে।
চঞ্চলে ঘুরি আমি ছোটফটায় তুমি বিনে
কখনো হাসি কখনো কাঁদি, হয় কি যে নাহি বুঝি
পড়িলে মনে তোমার ওগো সুন্দর মুখের হাসি
স্বর্গ তখন লাভ করি হারানোর ভয়ে শিহরে উঠি।
মন জ্বালা চরম জ্বালা যায়না চিরে দেখানো
হইত যদি দেখতাম তারে উপড়ে দিতাম তুলে
পারিনা যে সইতে আর ব্যাথায় ব্যাথাতুর হয়ে
তুমি বিনা শূন্য আমি এই বিশ্ব ভুবনে।।
মৌসুমী খাতুন- কবি ও সাহিত্যিক।