তোমাকে রেখে যাচ্ছি,খোলা জানালার বুকের কাছে
যেখানে বাতাস এসে আছড়ে পড়ে
লুটোপুটি খাই জানালার কাচে।
তোমাকে রেখে যাচ্ছি,মুক্ত আকাশের বিস্তৃত উদ্যানে
যেখানে চাইলেই উড়তে পারো দূষিত বাতাসে।
তোমাকে রেখে যাচ্ছি,ভোরের স্নিগ্ধ ঘাসের নিকটে
যেখানে চাইলেই নরম ঘাসের বুক নিছকই
মাড়াতে পারো তোমার পদতলে।
তোমাকে রেখে যাচ্ছি, চাঁদের নাগালে যেন হাত
বাড়ালেই জোছনা ছুঁতে পারো
একলা থাকার কালে।
তোমাকে দিয়ে যাচ্ছি, খয়েরী রঙের বিকেল গুলোই
ইচ্ছে হলেই যেকানে ছুটি দিতে পারো
তোমার রঙহীন বিষাদ গুলো।
তোমাকে রেখে যাচ্ছি,কনকনে শীতের কাছে।
যেখানে বিকেল ঘনিয়ে আসলেই, খড় আর দিয়াশলায়ের ধুম পড়ে।
ফারহানা রুমা – কবি।