Take a fresh look at your lifestyle.

তোমার জন্যই

213

 

ঘোর’তা লেগেছে নয়নে
মায়া জমেছে মনে
যতো- ডিঙায় দেয়াল
স্মৃতি ডাকে পিছনে!!

নজরে রাখবো নজর
যুগবন্দী অন্তরে,
মধুমিলনি’র শহর
হৃদয়ের প্রান্তরে!!

সামনে এসো দাড়া প্রিয়ো
কিছুটা প্রেম নিও,
বন্ধ দরজা খুলে দিয়ে
আমাতে মিশে যেও!!

তোমার চুলে গন্ধ মেখে
জড়িয়ে থাকো বুকে,
অতৃপ্ত মন শান্ত রেখে
ভাসবে তুমি সুখে!!

ভালোবাসা প্রেম সমস্ত
অনুভূতি যথার্থ,
সবকিছু তোমার প্রাপ্ত
আমার অধিনস্ত!!

হাসো কেন সজনী তুমি??
সত্যি বলছি আমি,
তোমার জন্য হৃদ-ভূমি
বিশ্বাসে না-ও চুমি!!

আমার সকাল -বিকাল
তোমাতে-ই বহাল,
আমি জেগে ঘুমন্তকাল
অপেক্ষা মৃত্যুপাল!!

রাত্রি এখন শত্রু হলো
কালে গগন ছুলো,
চাঁদ জোছনা স্নিগ্ধ আলো
কল্পনা এলোমেলো!!

তুমি-ই আমার আপন
মন পাড়ে আসন,
তোমার জন্য-ই জীবন
দিলাম নির্বাসন!!

 

 

সাবরীনা রহমান – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.