একদিন হঠাৎ
জানলাম তুমি নেই!
বুকের মধ্যেখানে ভায়োলিনের সুরের মতো বেঁজে উঠলো করুণ চিৎকার;
আমি একা অসহায় এর ন্যায় ছটফট করতে লাগলাম
শুধু তোমার জন্য!
_আসলে কি?
সত্যি তুমি নেই!
আমার কষ্টবোধের মন আপন জিজ্ঞাসায় মগ্ন,
আমি আপনা থেকেই পুড়তে পুড়তে,,,,,,
হয়ে গেলাম অনেক খানি দ্বগ্ধ।
এ কেমন শাস্তি
তোমার চলে যাবার আবাস টুকু জানতে পারিনি বিন্দু মাত্র_
কি প্রয়োজন ছিল এখনি যাবার
আর কিছুটা দিন থেকে যেতে পারনি?
“আমার সহস্র ব্যাথার আকুলতা কেবলি গুমড়ে মরে
তীব্র যন্রণা নিয়ে
শুধু তোমার শুণ্যতায়_
আমি ভুলতে পারিনা!
আমারই চোখের সমূক্ষে দিব্যমান ভেসে উঠা- কফিনে শোয়া সাদা কাফন মুড়িয়ে এই তোমাকে_ _ _ !
মনের কারচুপি গুলো স্বরণ হতে লাগলো এক এক করে,
তোমাকে জড়িয়ে
ক তো না – – – মধুর সেই স্মৃতির আলেক্ষ্য
এখন মনে হচ্ছে, এ সব কত কষ্ট!
তোমার শেষকৃত যাত্রার সঙ্গী হতে পারিনি
কেন পারিনি জানলে না তুমি
তোমার বিদায় ক্ষণে আঘাতের পর্যবেক্ষণ আমি সইতে পারবোনা বলে,,,,,,,
তবে, তোমার লোকেরা জানুক- তুমি আমায় কি উপহার দিলে
আমার অতৃপ্ত সুখ!
আর কখনো দাবি নিয়ে দাঁড়াবে না তোমার ঘুমন্ত রাজ্যে;
তবে-
তুমি, নতুন করে আবার আমায় বাঁচতে শেখালে তোমার মাঝে!
মিতা – কবি, সাহিত্যিক ও সংগঠক।