পাখির প্রথম কলতানে যখন
পৃথিবীর স্তব্ধতা ভেঙে যায়,
আঁধারের বুক চিরে যখন
রবির প্রথম কিরণ হামাগুড়ি দেয়,
অর্ধমেলা পলকের জড়তা সরিয়ে
মন চঞ্চল হয়ে ওঠে
যখন শুধু তোমায় মনে পড়ে|
মধ্য গগনের সূর্য যখন
কায়ার ছায়া কেড়ে নেয়,
দূরের পানে তাকাতেই যখন
চোখ ধাঁধিয়ে যায়,
শত ক্লান্তি উপেক্ষা করেও
মন ব্যস্ত হয়ে যায়
যখন শুধু তোমায় মনে পড়ে|
যখন পশ্চিমের কোলে
সূর্য ক্লান্তিতে মাথা রাখে,
ক্ষীন আলোয় পাখিদের বুকে জাগে
ঘরে ফেরার আকুতি,
ধরনী শীতল হতে থাকে আর
হৃদয়ে উষ্ণতা বাড়তে থাকে
যখন শুধু তোমায় মনে পড়ে|
আঁধার রাতে জোনাকি যখন
দল ছেড়ে ঘরে ঢুকে আসে,
চাঁদ তারাদের সাথে যখন
ইসারায় কথা বলে,
মৃদু বাতাস আর শান্ত মেঘকে
দূরে ঠেলে মন ব্যকুল হয়ে যায়
যখন শুধু তোমায় মনে পড়ে|
টুম্পা পাল- কবি ও সংগঠক।