খিদেয় আগুন জ্বলছিলো এক
বাঁদর ছানার পেটে,
খাবারের খোঁজ করছিলো সে
তাই তো হেঁটে হেঁটে।
কপাল খারাপ তাই সে খাবার
পেলোনা একমুঠো,
দেখতে পেলো কুমড়ো একটা
উপরে তার ফুটো।
কামড়ে খেতে লাগলো বাঁদর
দাঁত বসিয়ে সেথা,
খেতে খেতেই কুমড়োর ভিতর
আটকে গেলো মাথা!
বিরাট বড়ো কুমড়োর সাথে
পারে না সে বলে,
চেঁচিয়ে বন এক করে তার
বাঁচার লড়াই চলে।
চিৎকারে তার আসলো ছুটে
নিকটে সারমেয়,
অদ্ভুত এ জীব প্রথম দেখে
ঘাবড়ে গেলো সেও।
ব্যাপারটা কি বুঝতে চাইলো
একটু দূরে থেকে,
বাঁদর ছানার বিপদ বুঝেই
আনলো সাথী ডেকে।
সগোত্রের না হোক সে তাদের
হাজির তবু ত্রাতা,
কামড়ে টেনেই বের করলো
আটকে পড়া মাথা।
হিংসে ভুলেই পশুর পাশে
পশুরা দাঁড়াচ্ছে,
মানুষ সেথায় বিপদ দেখলেই
পাশ কেটেই যাচ্ছে!
বিষুপদ বিশ্বাস – কবি