একদিন ডাকবো তোমায় আমার বাড়িতে….
কেন জানি খুব কান্না পাচ্ছে
সুখের কথা বলতে পারছি না যে তোমাকে!
বুকের ভেতর কেমন হতাশা, তোলপাড় কেমন অস্থিরতা বড়ো কষ্ট বড়ো যন্ত্রণা
অবাঞ্ছিত দাগ লেগে আছে মনের আয়নাতে
আমার কোনো স্বপ্ন নেই!
গ্রহন লেগেছে এই মনে তে
শুধু পা’য় পা’য় লেগে থাকা অলক্ষ্মীর পাঁয়তাড়া
রাত জাগা আলেয়া রা দেয় ভীষণ তাড়া
শনির দশা আর রাহুর দশা
আমার পূর্ব পশ্চিম দু’দিকেই সর্বনাশা
একদিন তোমায় ডাকবো আমার বাড়িতে
কিছুতেই কিছু হচ্ছে না সময় আমার লেখা কুষ্টি তে।
মিতা- কবি, সাহিত্যিক ও গবেষক।