তোমায় দিলাম সূর্যোদ্বয়ের নতুন এক সকাল
শিশির ভেজা তেপান্তরের সবুজ আঙ্গিনা
তোমায় দিলাম কাক ডাকা ভোর রঙ্গীন প্রজাপতি
পাহাড় ঘেরা ঝরণার কলতানের সজীব করা সাথী
আকাশ মাটির বিস্তির্নতা করেছি তোমায় দান
তোমায় দিলাম ভরা জ্যোৎনায় হৃদয়ের আবেগ
দিগন্তে ছাড়িয়ে দিলাম ভালবাসার আবেশ
তোমায় দিলাম শ্বাশত বাংলার সরষে ফুলের মাঠ
জল ডাংগায় ডাহুক ডাকা নিশিতের মেঘের ডাক
তোমায় দিলাম জর্জ হ্যারিসনের স্বপ্নের বাংলাদেশ
আশৈশব দেখা রঙ্গীন সার্টে জড়ানো তোমার বুক
তোমায় দিলাম রবিশংকরের সাত তারের সুর
কথা গুলো ফিরিয়ে নিলাম সাথে এগোবার
তোমায় দিলাম হাডসন; আর সুরমার কলতান
এতকাল একাই আছি অপমানে নিচু করে মুখ
তোমায় দিলাম সবকটা জানালা খুঁজে নাও সুখ।
বোতাম খুলা হৃদয় দিলাম বুলেট বিদ্ধ ছাতি
তোমায় দিলাম পাতাকার রং আঁধারে প্রদীপ বাতি।
আব্দুস শহীদ–
কবিও সাহিত্যিক।