Take a fresh look at your lifestyle.

দুঃখগুলোকে ফিরিয়ে দিলাম

923

 

 

তোমায় দিলাম সূর্যোদ্বয়ের নতুন এক সকাল
শিশির ভেজা তেপান্তরের সবুজ আঙ্গিনা

তোমায় দিলাম কাক ডাকা ভোর রঙ্গীন প্রজাপতি
পাহাড় ঘেরা ঝরণার কলতানের সজীব করা সাথী

আকাশ মাটির বিস্তির্নতা করেছি তোমায় দান
তোমায় দিলাম ভরা জ্যোৎনায় হৃদয়ের আবেগ

দিগন্তে ছাড়িয়ে দিলাম ভালবাসার আবেশ
তোমায় দিলাম শ্বাশত বাংলার সরষে ফুলের মাঠ

জল ডাংগায় ডাহুক ডাকা নিশিতের মেঘের ডাক
তোমায় দিলাম জর্জ হ্যারিসনের স্বপ্নের বাংলাদেশ

আশৈশব দেখা রঙ্গীন সার্টে জড়ানো তোমার বুক
তোমায় দিলাম রবিশংকরের সাত তারের সুর

কথা গুলো ফিরিয়ে নিলাম সাথে এগোবার
তোমায় দিলাম হাডসন; আর সুরমার কলতান

এতকাল একাই আছি অপমানে নিচু করে মুখ
তোমায় দিলাম সবকটা জানালা খুঁজে নাও সুখ।

বোতাম খুলা হৃদয় দিলাম বুলেট বিদ্ধ ছাতি
তোমায় দিলাম পাতাকার রং আঁধারে প্রদীপ বাতি।

আব্দুস শহীদ–

কবিও সাহিত্যিক। 

 

Leave A Reply

Your email address will not be published.