Take a fresh look at your lifestyle.

দেহ ও মন আর আকাশ

1,180

আকাশের রঙ আর মানুষের মন, দেহের অবস্থা কেমন তার পর্যালোচনা করলে কি পাওয়া যায়।
দেহ কে যদি প্রশ্ন করি সে তো বলবে যতনের পুষ্পে যতদিন বেঁচে আছি, তার পর তো মাঠির সাথে মিশে।।

আকাশের রঙের তাকিয়ে একান্ত আপন চিত্ত জানতে চেয়েছিল, হে আকাশ তুমি কেন ক্ষণে ক্ষণে তোমার রঙ পাল্টাও,
প্রতি উত্তরে কি পেলাম আকাশ জানালো, আমাকে দেখে মানুষ শিক্ষা নেবে প্রতিবার।।

আকাশ বলর তাকিয়ে দেখো কি নেই আমার বুকে, আলো আঁধারের খেলা জোৎছনা মাখা রাত লক্ষ তারার মেলা।
সব কিছুরই ঠাঁই অনল পীড়ন সুখের মিলন, মানুষের মন ও তেমন ক্ষণে ক্ষনে পাল্টে হবে এমন।।

দেহের অবস্থা যেমনই হউক না কেন, যার যার নিজ হাতে সাড়ে তিন হাত এর বেশি হবে না কখনও।। নিদিষ্ট একটু জায়গা নিয়েই স্থির কিংবা চলন্ত,, জীবন পাথেয় সময়ের সন্ধি অবিরত।
আর মন এ তো পাথিব জগতে ঘুরে ঘুরে, বারিধারায় এতই বিশাল আকাশ সমান দৃশ্যের বাহিরে পাখা মেলা পাখি উড়ন্ত।।

 

বিধু চন্দ্র দেব নাথ- কবি

Leave A Reply

Your email address will not be published.