গুড়ুগুড়ু ডাকে দেয়া
আকাশ ঘন কালো,
লেপ মুড়িতে সুখের ঘুমে
মনটা ভিশন ভালো।
শীতের জলে মরা ধরায়
প্রাণ ফিরে পায় তরু,
কিসের আশায় মন কাঁদে আজ,
বুকটা দুরুদুরু।
বাদল ধারার এমন দিনে
কার ছোঁয়া চাই মন,
নগ্ন ঊষার দ্বিপ্ত অরুণ
ওঠার গুনি ক্ষণ।
যাব আমি তার তালাশে,
মনটা খুঁজে যারে,
আমার মনের সকল কথা,
কইব খুলে তারে।
খোশবুর আলী- কবিও সাহিত্যিক।