প্রশংসা যতো সবই তোমার জন্য অবিরত
অস্তিত্বে আছ শুধু তুমি।
পালনের কোলে রেখেছ মোরে দিবানিশি
তাইতো সব সঁপেছি আমি।
তুমি অতি দয়ালু পরম করুণার আসনে
মালিক বিচারের দিন।
তোমার তরে শুধু সাহায্য মোরা চাই-
ফরমান মানি হে ক্ষমতাসীন।
দিশা দাও সরল পন্থের যা পূর্ণতায় ভরা
সে পথেই চালাও সদা।
যে পথে নিহিত আছে চিরকল্যান সবি
মহামানবের দিশা।
ঐ পথে নিও না প্রভু করতার-
যেথা শুধুই অকল্যাণ।
চাইনা সে ভ্রান্তি ভরা মানুষের ঢল
কবুল করো প্রার্থনা মহীয়ান।
আব্দুল মতিন- সম্পাদক,চেতনা বিডি ডটকম