মৃত্যুর দামে নিলাম হয় ভোরের আকাশ
বেদনার্ত নীলাভ গ্রহের নীলিমার নীলে,
বিক্রি হয়ে যায় বিপ্লব
নামে-বেনামে…
বিকায় সভ্যতা;
বিকায় মানবতা
চাতুর্য্যের চেনা হলুদ খামে।
বোমারু বিমানের লাল সন্ত্রাসে
পুড়ে জনপদ; পুড়ে দেবালয়
প্রকাশ্যে কাঁদে ধর্ম,
গোপনে কাঁদেন ঈশ্বর;
একাকী ভীত সন্ত্রস্ত।
পৃথিবী জুড়ে বিভাজিত মনুষ্য সমাজ
প্রমাণে ব্যস্ত
যার যার জাতিগত শ্রেষ্ঠত্ব
বিভাজিত রংহীন অশ্রু;
বিভাজিত ধমনীর একই রংয়ের রক্ত।
মৃত মানবতার বিজ্ঞাপনী ঈশ্বর কী জানে!
পৃথিবী না কী প্রগতির পাপে
ফিলিস্তিনের ফুলে অকাল সন্ধ্যা নামে?
শান্তির নামে বিহ্বল বেহায়া বিশ্ব
নগ্ন নিলামে ফেরী করে অযাচিত যুদ্ধ…
শৃঙ্খলিত সুশীল সভ্যতার দামে!
মৃত্যুর ঠোঁটে লেপ্টে থাকা হাসির কী নাম…!
রক্তের নগ্ন নিলামে মত্ত
বিভ্রান্ত সভ্যতা না জানলেও…
বিধাতা নিশ্চই জানে!
মনিরুল ইসলাম চঞ্চল – কবি, সাহিত্যিক ও সংগঠক।