তোমার মধ্যে দেখেছি আমার রাতজাগা ভবিষ্যত!
শৈশবের পুতুল খেলার একটি আকাংখার কথা ও মনে রেখেছি
জেনেছি কিছু গভীরতা গল্পের
দেখেছি হেমন্তের নবান্নে আমার ভরা যৌবন!
দেখেছি আরো দুটি পলক ফেলা চোখের
পাগল পাড়া ভালোবাসার আঁচড় গুনেছি
তোমার আঙুলের,,,
আমি দেখেছি হেমন্তের উৎসবে জৌলস ভরা গাঙের!
আমি স্বপ্ন আঁকা দেখেছি উপরন্ত——- একটি বুকের!!
ফুঁসে উঠা নদীর ঢেউয়ের কল্লোলে মাততে দেখেছি তোমার চোখের ভেতর।
হেমন্ত এলেই…….. ঘরবাঁধতে দেখেছি সমুদ্রে
চরজাগা বালিরবাঁধের উপর;
আমি……..পরন্ত বিকেলের সৌন্দর্য দেখেছি একটি প্রেমের;
ঐ আকাশের সাদা নীলের আভায় তোমায় দেখেছি বহুবার
তোমার বুকের ভেতর সমস্ত সুখ রাখতে চেয়েছি আমার ভবিষ্যৎ এর
আমার ভালোবাসার রাতজাগা ইচ্ছে নিয়ে থেকেছি প্রতিবছর একটি হেমন্তের,,,,,,
মিতা – কবি ও সাহিত্যিক।