Take a fresh look at your lifestyle.

নারীকুল যাপন

409

 

একদিন
নারী-ছবি আঁকতে যেয়ে দেখি,
একি!
কোথায় সুখী? নারী চির দুঃখী।
নেই আপনার ঘর তার, সবেতে ভাব পরপর;
মায়া ঘড়া পূর্ণ তবু ফিরতি বেলা বেদন ভার।
তার, আলোক মাঝেও ডর!
সব থাকিতে নারী একা, মূল্যহীন স্বর।
সংসার মাঝের বন্ধনী নারী!
মা জায়া কন্যা ভগিনী,
নারী আলোক ভুবন সবার
নারী তবু পর, সবেকার।।

নারী বিনে,
হয়না কোনও নাড়ী।
নারী,
জগত কুল রক্ষাকারীনী।
নারী,
শেখান ধর্ম কর্ম জীবনী।
চেনান জগত আসল নকল,
নারী!
দীক্ষা দান-দায়িনী।
নারী হীনা,
তুচ্ছ এ ভুমী জীবনযাপন ভবানী।
নারী তবু পর!
তার কই আপনার ঘর?

প্রসূতিকালীন বেদন, মৃত্যু-সম কঠিন যাতন।
সহ্য করে এই যাতনা মায়!
দেখায় সবের আলোর ভুবন।
লালনপালন ভরণপোষণ
অ-কাতরা মা জননী মোর;
সেই শেষেতে পর,
যখন আপন আপনার সংসার!

কেমনে করিলে পর?
বাহ্ বেশ বেশ!
উচ্চস্বরে এইযে গেয়ে বেড়াও,
জ্ঞানদানে উচ্চতর;
কোথায় তোমার শিক্ষাদীক্ষা?
বন্যপশু-ও নয়তো এমনতর।
কেবল, তোমার মাঝে সচরাচর,
দেখি হীন-আচার।

জায়া ভগিনী কন্যা তারাও!
তোমারে তরে বিলায়ে যাপন,
হয়রে আপনি সুখী মহা’
তুমি সূত্রধর।
কর তবু পর; নারীরে,
কোন সে সুখের আচ্ছাদনে?
কোনসে কোথা কোন ভ্রমে?
নারী বিনে বাঁচে কেবা,
নারী কেন পর?
তার আসল কোথা ঘর আপনার?
বলতে পার একজনা কেউ,
সমঅধিকার?

সবুজ ফকির – কবি,লেখক ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.