একটা যুগ শত আঘাতেও সে নুয়ে পড়েনি,
নিজের অধিকারের পরতেও যখন অন্যের আধিপত্য
পেয়ালা ভর্তি প্রতারণার বিষ পান করে,
সংসারের সুখের জন্য নিজেরে দিয়েছে
যে নারী বিলিয়ে
নিজের সুখ,চাওয়া আর গোপন ইচ্ছা
করেছে মনের কৌটায় বন্দী।
তবুও তাকে ভালবাসি বলে
কাছে টানেনি যে হাত
বুকে আগলে রাখেনি পরম মমতায়
তবুও সে থেকেছে অনাগত সুন্দর সময়ের অপেক্ষায়।
সে ভালবেসে অপেক্ষায় থেকেছে বসন্তের
কিন্তু বসন্ত কখনো আসে না
এমন তিক্ত জীবন নিয়ে হয়ত কেউ বেঁচে নেই,
বুক ভরা ভালবাসা আছে কিন্তু বসন্ত নেই।
বড় ধৈর্য্য সেই নারীর
এতবার বৈরীতার আঘাতে জর্জরিত
তবুও এক মুঠো স্বপ্ন দেখে যায়
মন থেকে তবুও বলে
বেঁচে থাকাটাই বা কম কি!
বড় ধৈর্য্য যে তার
কঠিন প্রত্যয়ে বেঁধেছে সে সংসার,,,
লোভ শুধু একটাই তার
প্রিয়জনের ভালোবাসা পাবার।
তাওয়াব নূর – কবি ও সাহিত্যিক।