তোমার একটি বর্ণের একটি শব্দ “না”
লিখা চিঠি পেলাম আজ, !!
বুঝে নিলাম, তোমাকে নিয়ে লিখতে না করেছো !!
যতো ভাবি তোমাকে নিয়ে লিখবো না ।।
কোনদিন কখনো না ।।
একটি শব্দ বা একটি বর্ণও না ।।
কিন্তু তোমাকে ছাড়া লিখা হয় না !!
তুমি ছাড়া হয়না ছন্দ,
হয়না কবিতার,
একটি লাইন,
একটি শব্দ,
একটি বর্ণ ।।
মনের অজান্তেই তুমি চলে আসো কবিতার প্রতিটা শব্দে প্রতিটা বর্ণের ভাঁজে ভাঁজে ।।
কবিতার পান্ডুলিপির প্রতিটা পাতায় পাতায়,
জলছবি হয়ে মিশে,
মুচকি হাসি হাসো আমার বৃথা চেষ্টা দেখে ।।
তাই, আমার কলমের ডগায় যতো কবিতা সৃষ্টি হয়,
সবই তোমাকেই নিয়ে ।।
স্থান কাল পাত্র ভেদে,
তোমাকে দেওয়া হাজারো নামের মতোই,
ভিন্ন নামে,
ভিন্ন রঙে,
ভিন্ন ঢঙে,
ভিন্ন স্বাদে ।।
তুমি চলে গেছো একা বহু দূরে,,
কিন্তু আমার ভালোবাসা শূন্য করে নিতে পারোনি ।।
তাই যতোদিন বাঁচবো, হৃদয়ের ধুকধুকানিতে
প্রতিনিয়তই ধ্বনিত হবে একটিই নাম,
কবিতা,
কবিতা,
কবিতা !!
এমনকি মৃত্যুর পরেও,
তোমাকেই ভালোবাসবো !!
নীল – কবি ও সাহিত্যিক।