নিঃশ্বাসের কোন নেই তো বিশ্বাস
যেকোনো সময় চলে যাবে শ্বাস
পড়ে থাকবে তোমার নিথর দেহ
সব জেনেও ভবের কেন এত মোহ।
জন্ম হয় কত নিয়ম মেনে
মৃত্যু নেই মোদের নিয়ন্ত্রনে
যে কোন সময় আসবে মরন
কঠিন যন্ত্রণায় করবে বরণ।
আমার আমিত্ব নিয়ে এতই গর্ব
যেকোনো মুহূর্তে হতে পারে তা খর্ব
দম্ভ ভরে চলো জমিনের বুকে
ভেবে দেখো তুমি আছো কি সুখে।
ক্ষমতা দিয়েছেন যে মহান মালিক
তিনি সকল কিছুর সৃষ্টির খালেক
সবাইকে যেতে হবে রবের কাছে
স্ত্রী সন্তান-সন্ততির মায়া করে মিছে।
নিঃশ্বাস একদিন বেরিয়ে যাবে
যেভাবে যা আছে সব পরে রবে
ভবের মায়ায় পড়ে হয়ছো বেহুশ
সময় থাকতেই মনে ফিরাওনা হুশ।
আতিকুর রহমান – কবি ও এডমিন চেতনায় সাহিত্য।