হঠাৎ তোমার খামখেয়ালীপনায়
তুমিময় জীবনটা থমকে গেল!
হাসি ঠাট্টা খুনসুটি অবিরাম
ভালোবাসা সেথায় সদা বিরাজমান।
তুমিতো দক্ষ সওদাগর
মন বেচাকেনায় অতুল্য
দ্বীপ্তিময় রুপের ছটায় ঈর্শান্বিত
তোমার ফাঁদে ধরা দিবে নির্দ্ধিধায়।
প্রিয়তমা আমার চোখে চোখ রাখো
নিগূঢ় প্রেমে ডুবে যাও
যেথায় পাবে এক সমুদ্র নিখাদ ভালোবাসা
তোমার মিথ্যে ভ্রুম ছেড়ে ফিরে আসো উষ্ণতায়।
জানি আমার ভালোবাসা ঠুনকো
তবু বলছি আগুন নিয়ে খেলোনা
তোমার সতীত্বের কসম হেরে যাবে
পৃথিবীর বুকে আগ্নি শিখা হবে।
ফিরে এসো প্রিয়তমা ফিরে এসো
আমার ভালোবাসার দিব্যি
তোমার মনের চার দেয়ালে
আমার প্রাণ পাখিটা বন্দী।
মিরাজ হুসাইন – কবি ও সংগঠক।