একাকী নিঝুম রাতে চেয়ে থাকি আকাশের দিকে
ফেরাতে পারিনা দৃষ্টি তোমায় দেখবো বলে,
রাত যায়, ভোর হয় দিন কেটে যায় আশায় আশায়
তবু, ক্ষণিকের তরে দেখতে পাই না তোমায়,
তুমি কোথায়- কোথায় তুমি?
আকাশের নীড়ে নাকি বাতাসের গায়,
বাতাস স্পর্শ করলেই মনে হয় -যেন তুমিই তাই,
তাইতো বলি যেখানে যাবে আমায় সঙ্গে নিয়ে যাও।
একাকী নিঝুম নিরালায় দাঁড়িয়ে থাকি তোমার আশায়
এই বুঝি আসলে, ধাক্কা দিয়ে গেলে বুঝি আমার গায়।
কত রজনী-দিগন্তে আর দিগন্ত-রজনীতে পরিণত হয়,
আকাশের তারার মেলায় যেন তোমায় খুজে পাই
চাঁদ উঁকি দিয়ে বলে অসহায় –
আমি তোমার, তোমার প্রিয়জন,
তাইতো ভালোবেসে কাটছে,
তাদের নিয়েই নিঃসঙ্গ জীবন।
রাজিয়া সুলতানা- কবি, সাহিত্যিক ও সহসম্পাদক চেতনা বিডি ডট কম